কারখানাটিকে নমনীয় ইস্পাতের (এমএস) রড তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তা অমান্য করে কারখানাটি দীর্ঘদিন ধরে লোহার পিণ্ড তৈরি করছে। এ জন্য বায়ু শোধনের ফিল্টারযুক্ত চিমনিও ব্যবহার করছে না। এই অপরাধে ২০১২ সালের ১ জুলাই কারখানাটিকে সাড়ে সাত লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছাড়পত্রের শর্ত ও পরিবেশ আইন লঙ্ঘন করে এখনো ফিল্টারযুক্ত চিমনি ব্যবহার না করেই পুরোনো ব্যবহূত লোহা গলিয়ে লোহার পিণ্ড তৈরি করছে। এতে কারখানার দূষিত কালো ধোঁয়া সরাসরি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।...

